![দক্ষিনেশ্বর কালী মন্দিরের আদলে সাজানো মন্ডপ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/29/hobigonj-mondap@abnews_102414.jpg)
হবিগঞ্জ, ২৯ সেপ্টেম্বর, এবিনিউজ : হবিগঞ্জের দুর্গাপূজার মন্ডপগুলোর অন্যতম আকর্ষন হচ্ছে চৌধুরী বাজার নায়েবের পুকুরের পাড়ের সার্বজনীন পূজা কমিটির দক্ষিনেশ্বর কালী মন্দিরের আদলে নির্মিত পূজা মন্ডপ। এ মন্ডপ দেখার জন্য প্রতিদিন অসংখ্য মানুষ ভীড় করছেন। এ মন্ডপটি তৈরী করেছেন শহরের ঘাটিয়া এলাকার বাসিন্দা স্বপন দাস। তিনি এক মাসেরও অধিক সময়ে ১০/১২ জন সহযোগীকে নিয়ে দিন রাত পরিশ্রম করে মন্ডপটি তৈরী করেছেন। সাদা, লাল ও হলদে রংয়ের সমন্বয়ে মন্ডপটি প্রায় ৫০ ফট উচুঁ ও ৬ শতক জমির উপর নির্মিত । সামনে নায়েবের পুকুর। রাতে পানির উপর বাতির আলোকচ্ছটা দর্শনার্থীদের নজর কাড়ছে। এ সুযোগে ছবি তুলতে কেউ ভুল করছেন না । বাশ,কাঠ,কাপড় ও ককশীট দিয়ে এটি নির্মান করা হয়। নির্মান খরচ প্রায় ১৫ লাখ টাকা।
এবিএন/মো: নুরুজ্জামান ভ’ইয়া/জসিম/নির্ঝর