শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালন

আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালন

আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালন

আগৈলঝাড়া (বরিশাল) , ২৯ সেপ্টেম্বর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালন করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামণা করে দোয়া, মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া, মিলাদ ও বিশেষ মোনাজাতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ্, জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা চেয়ারম্যান গোলাম মোতুজা খান, উপজেলা আওয়ামীলীগের সমন্বয়ক আবু সালেহ মো. লিটন, বরিশাল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এ্যাড. রনজিৎ কুমার সমদ্দার, সংরক্ষিত সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, আওয়ামীলীগ নেতা আবুল বাশার হাওলাদার, আ. সত্তার মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মো. সাইদুল সরদার, সহ-সভাপতি মো. আব্দুল্লাহ্ লিটন, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মো. মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন পাইক, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, রাজিহার ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, আওয়ামীলীগ নেতা মোঃ শহিদ পাইক, যুবলীগ নেতা মো. ফয়জুল সেরনিয়াবাত, ছাত্রলীগ নেতা মো. সাগর সেরনিয়াবাতসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া, মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মহিবুল্লাহ্।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত