
আগৈলঝাড়া (বরিশাল) , ২৯ সেপ্টেম্বর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় পায়রা সোশ্যাল ফাউন্ডেশনের ৩য় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আস্কর কালীবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের হলরুমে সংগঠনের সভাপতি সুনীল বালার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কামরুজ্জামান শওকত। বক্তব্য রাখেন বাগধা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এআর ফারুক বখতিয়ার, রেজাউল ফয়েজ রেজা, শিক্ষক হরনাথ হালদার, সাবেক ইউপি সদস্য কুমুদ চন্দ্র রায়, আশিষ হালদার, গৌতম পান্ডে, পায়রা সোশ্যাল ফাউন্ডেশনের ফাউন্ডার সুশান্ত রায়, সম্পাদক সমীর হালদার, প্রিন্স ওঝা, তানিয়া ইসলাম। পরে পায়রা সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে ৭২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও সংগঠনটি এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপ ও পরবর্তীতে শিক্ষা উপকরণ প্রদান, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সমাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/নির্ঝর