বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মানববন্ধন

খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মানববন্ধন

খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মানববন্ধন

খাগড়াছড়ি, ২৯ সেপ্টেম্বর, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলায় আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় খাগড়াছড়ি শাপলা চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে সচেতন নাগরিক কমিটি(সনাক)। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সনাক খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: আব্দুল মান্নান আকন্দ ও ইয়েস সদস্য শিষ্ঠা চাকমা।

মানববন্ধন কর্মসূচিতে টিআইবি’র ইয়েস, ইয়েস ফ্রেন্ডস ও সমমনা বিভিন্ন এনজিও’র প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

এদিকে দেশের পিছিয়ে পড়া প্রান্তিক নারী সমাজের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করার জন্য “তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি” শীর্ষক এক অবহিতকরণ কর্মশালা বুধবার দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশন দাতা সংস্থার সহযোগিতায় স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা তৃণমুল এ অনুষ্ঠানের আয়োজন করে।

তবে তথ্য জানার অধিকার দিবসে আয়োজক তৃনমূল কর্তৃপক্ষ গুরুত্বর খরব করে নিজেই লুকায়িত অপরাধ করা হয়েছে। তথ্য নিয়ে যারা সরাসরি লেখাালেখির সাথে জড়িত তাদেরকে বাদ দিয়ে বা আমান্ত্রন না দিয়ে সীমিত ভাবে স্থানীয় সংবাদকর্মীদের ডেকে নামে মাত্র লোভ দেখানো কর্মশালা আয়োজন করে বলে ক্ষুব্দ অনেকে মতব্যক্ত করেছেন।

তৃণমুল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম,পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নুরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার তৌফিকুল ইসলাম, মানুষের জন্য ফাউন্ডেশনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার শাহীন কাউছার, জিমি কার্টার সেন্টারের মিজ সুমনা মাহমুদ প্রমুখ।

কর্মশালায় উপস্থিত বক্তারা বলেন, পাহাড়ের পিছিয়ে পড়া নারী সমাজের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে এ কর্মশালা ভুমিকা রাখবে। তারা প্রশিক্ষণ লব্দ জ্ঞানকে নারী সমাজের উন্নয়নে কাজে লাগানোর আহবান জানান।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত