মাদারীপুর, ২৯ সেপ্টেম্বর, এবিনিউজ : টানা বৃষ্টির কারণে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ফেরিঘাটে দুর্ভোগ দেখা দিয়েছে। ফেরি চলাচলও কিছুটা ব্যাহত হওয়ায় এবং পূজোর ছুটিতে যাত্রীর ভিড় থাকায় ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, পূজার ছুটি শুরুর আগেই মংলা পোর্ট থেকে একযোগে বেশি সংখ্যক পণ্যবাহী ট্রাক ঢাকা যাওয়ার উদ্দেশে কাঁঠালবাড়ী ঘাটে আসে। এদিকে আবার কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হওয়ায় ফেরিতে পরিবহন ওঠা-নামায় একটু সময় লাগায় ঘাট এলাকায় জমে গেছে অসংখ্য পণ্যবাহী ট্রাক।
এছাড়া যাত্রীবাহী বাস ও ছোট গাড়িগুলোকে পূজার ছুটিতে অগ্রাধিকার ভিত্তিতে পার করায় ঘাট এলাকায় ট্রাকের এই জট সৃষ্টি হয়েছে।
তবে আগামী দুই থেকে তিনদিনের মধ্যেই পণ্যবাহী ট্রাক পারাপার করা সম্ভব হবে বলে বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের একাধিক কর্মকর্তা জানান।
এবিএন/শংকর রায়/জসিম