শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মানুষ হিসাবে সবাই সম্মানিত : বিএইচ হারুন এমপি

মানুষ হিসাবে সবাই সম্মানিত : বিএইচ হারুন এমপি

ঝালকাঠি, ২৯ সেপ্টেম্বর, এবিনিউজ : ঝালকাঠি -১ (রাজাপুর-কাঠালিয়া) সংসদ সদস্য, ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাজাপুর উপজেলা আওয়াীলীগ সভাপতি বজলুল হক হারুন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের দুঃখ কষ্ট বোঝেন। তাই মানবিক কারনে নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। মানুষ হিসাবে সবাই সম্মানিত বলেই রোহিঙ্গা মুসলমানদের জানমালের নিরাপত্তা দিতে জননেত্রী শেখ হাসিনা সর্বশক্তি নিয়োগ করেছে। তাই আমাদের তরুন ও যুব সমাজকে বিশ্বনেত্রী শেখ হাসিনার রাজনৈতিক আদর্শ অনুসরন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত দূর্গা পূজা, জননেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন ও তরুণ লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজাপুর উপজেলায় আয়োজিত পৃথক ৩টি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জাতি, ধর্ম নির্বিশেষে যার ধর্ম সে স্বাধীন ভাবে পালন করার নীতিতে বিশ্বাসী বলে জননেত্রী শেখ হাসিনা বলেছেন ‘ধর্ম যার যার উৎসব সবার’। বৃহস্পতিবার বিকেলে রাজাপুর কবিরাজবাড়ী চত্বরে দূর্গা পূজা উপলক্ষে উপজেলার সকল হিন্দু ধর্মীয় নেতা, পূজারী/ভক্তগনের অনুষ্ঠিত সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি রাজাপুর উপজেলা পরিষদ চেয়্যারম্যান মোঃ মনিরুজ্জামান। পরে ধর্ম মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও উপজেলা আওয়াীলীগ সভাপতি বজলুল হক হারুন এমপি রাজাপুর উপজেলা অডিটরিয়ামে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত মাননীয় প্রধান প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে যোগদান করেন। অনুষ্ঠান শেষে তরুণ লীগ রাজাপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত তরুন লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন।

রাজাপুর উপজেলা পূজা উদজাপন কমিটির সভাপতি, বাবু চিত্ত রঞ্জন মজুমদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল, ঝালকাঠি জেলা হিন্দু খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি আ’লীগের নেতা চন্দ্র শেখর হালদার, জেলা আ’লীগের নেতা এড. সঞ্জীব কুমার বিশ্বাষ, উপজেলা আ’লীগের সম্পাদক এড. খায়রুল আলম সরফরাজ, রাজাপুর মহিলা লীগ নেত্রী উপজেলা ভাইস চেয়্যারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর সদর ইউপি চেয়্যারম্যান আ’লীগের নেতা আনোয়ার হোসেন মৃধা মজিবর, পুজা কমিটির নিহার রঞ্জন বিশ্বাস প্রমুখ। পৃথক এ অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামীলীগ, অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত