
গঙ্গাচড়া (রংপুর), ২৯ সেপ্টেম্বর, এবিনিউজ : রংপুরের গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এ সময় নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন, উপজেলা প্রকৌশলী এজেডএম আহসান উল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী মজিদুল ইসলামসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী আলমবিদিতর উচ্চ বিদ্যালয় মাঠে চেয়ারম্যান আফতাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি সামসুল আলমসহ উপজেলা ও ইউনিয়ন জাপার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এলজিইডি’র বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটি ৯৬ লক্ষ ৮৭ হাজার ৩৮৫ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে।
এবিএন/এস.এম স্বপন/জসিম/তোহা