বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ভারত থেকে নেমে আসা পানিতে শেরপুরের ৩০ গ্রাম প্লাবিত

ভারত থেকে নেমে আসা পানিতে শেরপুরের ৩০ গ্রাম প্লাবিত

ভারত থেকে নেমে আসা পানিতে শেরপুরের ৩০ গ্রাম প্লাবিত

শেরপুর, ৩০ সেপ্টেম্বর, এবিনিউজ : ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে শেরপুরের ৩০ গ্রাম প্লাবিত হয়েছে। আজ শনিবার ভোরে রামেরকুড়া এলাকায় মহারশি নদীর বাঁধ ভেঙে গ্রামগুলো প্লাবিত হয়।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা করিম বলেন, ‘পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ঝিনাইগাতী সদর ইউনিয়ন, ধানশাইল ও মালিঝিকান্দা এ তিনটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। আমি পরিস্থিতি পরিদর্শনে বেড়িয়েছি। এখনো পুরোটা বিশদভাবে বলা সম্ভব হচ্ছে না।’

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, সকালের দিকে হঠাৎ করে উপজেলা শহরে পানি ঢুকতে শুরু করে। বিশেষ করে ঝিনাইগাতী উপজেলার কর্মকর্তার কার্যালয়সহ পুরো বাজার এলাকা হাঁটু পানির নিচে তলিয়ে যায়।

স্থানীয়রা আরো জানান, পাহাড়ি ঢলের পানিতে মৎস্যচাষিদের বেশি ক্ষতি হয়েছে। বিভিন্ন পুকুরের মাছ আকস্মিক এই ঢলে ভেসে গেছে।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত