![লক্ষ্মীপুরে দেবি দুর্গা বিসর্জন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/30/lakshmipur_abnews24_102701.jpg)
লক্ষ্মীপুর, ৩০ সেপ্টেম্বর, এবিনিউজ : লক্ষ্মীপুরে হিন্দু ধর্মালম্বীদের সব চেয়ে বড়ো ধর্মীয় উৎসব দুর্গা পূজা। দেবি দুর্গাকে বিসর্জন দেয়া উপলক্ষে আজ শনিবার বিকেলে লক্ষ্মীপুর শহরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।পূজার দশমীতে রহমতখালী নদীতে সদর উপজেলার বিভিন্ন মন্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়।একইভাবে জেলার আরো ৪টি উপজেলা ননানা উৎসবমূখর পরিবেশে প্রতিমা বিসর্জন দেয়া হয়।তন্মধে রায়পুরে প্রতিমা বিসর্জন ছিলো অন্যতম।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০টি মন্ডপে দূর্গার দশমীর আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা।বিকেল থেকে পৌর শহরের ডাকাতিয়া নদী পাড়ের শশ্মান ঘাটে জগন্নাথ দেব বিগ্রহ মন্দির, মহামায়া জিউর আখড়া, মদন মোহন জিউর মন্দির, চরমোহনা গৌর নিতাই মন্দির, বামনী জয় গোবিন্দ মন্দির, কেম্পেরহাট শ্রীশ্রী মধুসূদন জিউর আখড়া,স্বামী বিবেকানন্দ সেবাশ্রম ও হরিচাঁদ গুরুচাঁদ মন্দির, উদমারা রাধাকৃষ্ণ সেবাশ্রম ও অধিকারী বাড়ী শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের পূণ্যার্থীরা ঢাক-ঢোল বাজিয়ে পাশাপাশি নানান ধর্মীয় শ্লোগান দিয়ে দুর্গাকে বিসর্জন দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
পাশাপাশি তেল-সিঁদুর পরিয়ে, মুখে মিষ্টি আর পান খাইয়ে দিয়ে দুর্গাকে বিদায় জানাতে ডাতিয়া নদী পাড়ের মহাশশ্মান ঘাটে লাখো পূণ্যার্থীর পদভারে মুখরিত হয়েছে। বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সমাপ্ত করেন সনাতন ধর্মলম্বীরা।
গত ২৬শে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে পাঁচ দিন ব্যাপি পূজা উদযাপিত হয়েছে।অবশ্য এর আনুষ্ঠানিকতা প্রতিমা তৈরীর কাজ শুরু হয়েছে এক মাস আগে।প্রতিমা তৈরীর মাটি, কাঠ, সুপারীর ছেলি, ধানের খড়, সিমেন্ট,বস্তা,রঙ ফর্মা,আরো কতো কি আয়োজন করতে হয় কারিগরদের।
এবিএন/আবির আকাশ/জসিম/রাজ্জাক