![রামগঞ্জে ৬ফার্মেসীতে জরিমানা: ভারতীয় হারবাল ঔষধে আগুন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/01/vrammoman-adalot@abnews_102729.jpg)
লক্ষ্মীপুর, ০১ অক্টোবর, এবিনিউজ : লক্ষ্মীপুরের রামগঞ্জে ৬টি ফার্মেসীতে ৫৪হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ আবু ইউসুফ অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। এ ছাড়াও বিপুল পরিমান ভারতীয় অবৈধ ঔষধে অগ্নিসংযোগ করা হয়। জানা যায় লক্ষ্মীপুর জেলা ড্রাগ সুপার মোঃ ফজলুল হককে নিয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রিট ইউএনও মোহাম্মদ আবু ইউসুফ অভিযান চালায়। ডাক্তারী সনদ না থাকায়, ভেজাল ও ভারতীয় ঔষধ অবৈধ ভাবে বিক্রি করার দায়ে মাঝির গাঁও বাজারে এবং রামগঞ্জ সরকারী হাসপাতালে সামনে ৪টি ফার্মেসীর ১২হাজার টাকা,সোনাপুর হারবাল মেডিকেলের ৪০হাজার টাকা,কামালে ফার্মেসীর ২হাজার টাকাসহ সর্বমোট ৫৪ হাজার টাকা জরিমানা করেন।
একই সাথে সোনাপুর মেডিকেলের লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ আগুন দিয়ে ধ্বংস করে দেয়। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফ জানান, সরকারী নিয়মনীতির কোন তোয়াক্কা না করে অসাধু ঔষধ ব্যবসায়ী, ডাক্তার ভূয়া সনদ ব্যবহার করে সাধারন মানুষের সাথে প্রতারণা করে আসছে। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ৫৪ হাজার টাকা জরিমানা লক্ষাধিক টাকার বিদেশী ঔষধ জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
এবিএন/অ আ আবীর আকাশ/জসিম/নির্ঝর