আগৈলঝাড়া (বরিশাল), ০১ অক্টোবর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি, আগৈলঝাড়া শাখার নেতৃবৃন্দ পূজার শেষ দিন দশমীর সন্ধ্যায় গৈলা ও রত্নপুরের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় তারা মন্দিরের পূজারী ও কমিটির নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করেন। ৩০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় জাতীয় মানবাধিকার ইউনিটি, আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি অপূর্ব লাল সরকারের নেতৃত্বে পরিদর্শন টিমে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ন গণসংযোগ কর্মকর্তা মো. ছালেকুর রহমান মামুন, আগৈলঝাড়া শাখার সহ-সভাপতি বরুণ কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক সৈয়দ পারভেজ আহম্মেদ রাজিব, অর্থ সম্পাদক মো. আতাউর রহমান চঞ্চল, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির প্রমুখ।
নেতৃবৃন্দ গৈলা বাজার সংলগ্ন কর্মকার বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, দাশের বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, অশোকসেন সার্বজনীন দুর্গা মন্দির, ঐচারমাঠ সার্বজনীন দুর্গা মন্দির, প. মোল্লাপাড়া (সাতপাড়) সার্বজনীন দুর্গা মন্দির, বারপাইকা সার্বজনীন দুর্গা মন্দির, সাহেবেরহাট সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এসময় তারা মন্দিরের পূজারী এবং কমিটির নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠান সম্পর্কে আলাপ আলোচনা করেন।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/তোহা