![রামগতিতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/01/abnews-24.bbbbbbbbbbbbbbbb_102799.jpg)
লক্ষ্মীপুর, ০১ অক্টোবর, এবিনিউজ : রামগতিতে ঝড়ে নিখোঁজ জেলে মো. ছিদ্দিক উল্লাহ(২৮)’র লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকালে উপজেলার রামগতির মাছঘাট এলাকার মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয় জেলেরা। পরে পুলিশ এসে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। নিহত ছিদ্দিক চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের আব্দুল ওহাবের ছেলে। পুলিশ ও জেলেরা জানায়, রামগতির বয়ারচর ও চরগজারিয়া এলাকার মেঘনা নদীতে শুক্রবার গভীর রাতে মাছ শিকারে যায় জেলেরা।
এসময় ভোররাতে ঝড়ের কবলে পড়ে ১২টি ইঞ্জিন চালিত নৌকাসহ ১৮ জেলে ডুবে যায়। এতে বাবলু নামে এক জেলের লাশ এবং ১৬ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও মো. মো. ছিদ্দিক নামের ওই জেলে নিখোঁজ হয়। পরে আজ সকালে রামগতির মাছঘাট মেঘনা নদীতে তার লাশ ভাসমান অবস্থায় দেখে জেলেরা উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মো. ছিদ্দিকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবিএন/অ আ আবীর আকাশ/জসিম/তোহা