শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

লক্ষ্মীপুর এক বিধবা দুই বছর ধরে অবরুদ্ধ

লক্ষ্মীপুর এক বিধবা দুই বছর ধরে অবরুদ্ধ

লক্ষ্মীপুর, ০১ অক্টোবর, এবিনিউজ : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দ. চরবংশি ইউনিয়নের চর কাছিয়া গ্রামের মৃত লেদু মিয়ার স্ত্রী ছালেহা বেগম (৫০) একই বাড়ির তার সতিনের ছেলে মতলব চৌকিদার ও তার ছেলে আল আমীন, এসহাক মিয়ার ছেলে সেলিম,ছিদ্দিক উল্লার ছেলে জসীম,ফারুক হোসেন, লাতু মিয়া,আবদুর রশিদ,বাদশা মিয়াগংরা জমিজমাবিষয়ক বিরোধের জের ধরে ঘরের চারপাশে কাঁটাতারের বেড়া দিয়ে দুই বছর ধরে অবরুদ্ধ করে রেখেছে।

শুধু তাই নয় কাঁটা তারের বেড়ার সাথে নেট জাল দিয়ে বিভিন্ন কাঁচভাঙা, কাঁটা দিয়ে মানুষ চলাচলে এতোই অনুপযুক্ত করে রেখেছে,তা বলাই বাহুল্য। দুচোখে দেখলে সে দৃশ্য আর বিধবার কান্না- পাষাণ হৃদয় গলে। তবু পাথর মানুষগুলো হীনস্বার্থ চরিতার্থ করার মানসে, বিধবা ছালেহা বেগমকে স্বামীর ভিটে বাড়ী ছাড়া করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে তাকে মারধোর করছে মতলব ও তার ছেলেরা। লেদু মিয়ার আগের স্ত্রী দুই ছেলে রেখে মারা যাওয়ার পর ছালেহা বেগমকে বিয়ে করেন।ছালেহা বেগমের দুই ছেলে তিন মেয়ে হওয়ার পর লেদুমিয়া মারা যায়।

সন্তানাদি নিয়ে স্বামীহীন মানবেতর জীবনযাপন করছেন ছালেহা বেগম। লেদু মিয়া জীবদ্দশায় দ্বিতীয় স্ত্রী ছালেহা বেগমকে ২০শতাংশ জমি হেবা বিল এওয়াজ করে দেন।যার দলিল নং ২৩০, তাং-১২/০১/২০০৪। লেদু মিয়া মৃত্যুর পর থেকে তার স্বামীর আগের ঘরের ছেলে মতলব ও তার ছেলেরা উঠেপড়ে লাগে এ ২০শতাংশ জমি কেড়ে নিয়ে ছালেহাকে ভিটেমাটি উচ্ছেদ করতে। যেকোনো ছুতায় মতলবের ছেলেরা বিধবা ছালেহা ও তার ছেলেমেয়েকে ঘরে এসে মারধোর করে। এনিয়ে চরবংশি ইউনিয়নে অভিযোগ দাখিল করে যার নং ৪৬(১)১৭,তাং ৩১/০৭/২০১৭।রায়পুর থানায় এসডিআর নং ৭৩৬,তাং ২০/০৮/২০১৭।প্রতিকার না পেয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ করেন, যার স্বারকনং ২১৯১/২য়। তাং ৩০/০৮/২০১৭।

পুলিশ সুপার এএসপি রায়পুর সার্কেলকে তদন্তপূর্বক রিপোর্ট দিতে বলেন।অদ্যাবধি কোনো সূরাহা না হওয়ায় বিধবা ছালেহা বেগম একদিকে অবরুদ্ধ অন্যদিকে অভিযোগ করায় আরো ক্ষিপ্ত হয়ে মতলব ও তার ছেলেমেয়েকে মারধোর করছে।হুমকি ধমকি দিয়ে নানা রণমূখী আচরণ করছে।যে কোনো সময়ে ছালেহাকে খুন করে লাশ করবে বলে ছালেহা আশংকা করছেন। এনিয়ে অবরুদ্ধ ও ভুক্তভোগী ছালেহা রায়পুর ইউএনও এবং সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

এবিএন/অ আ আবীর আকাশ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত