
বান্দরবান, ০১ অক্টোবর, এবিনিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশের ভুখন্ডে কোন সন্ত্রাসীকে এক ইঞ্চি জমিও ব্যববহার করতে দেয়া হবে না। প্রধানমন্ত্রীর ঘোষিত জিরো টলারেন্স নীতি মেনে চলা হবে। আজ রবিবার দুপুরে বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকায় রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ শেষে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সন্ত্রাসীরা বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন আশংকার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের মানুষ সহনশীল তাই রোহিঙ্গাদের সংকটে পাশে দাড়িয়েছে। সরকার রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে সব ধরনের কুটনৈতিক প্রচেষ্ট অব্যহত রেখেছে। সমস্যার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের পাশে থাকবে সরকার। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি রোহিঙ্গাদের বলেন, আপনারা কারো উস্কানীতে কান দিবেন না। একটি গোষ্টি আপনাদের বিতর্কিত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা যাতে আপনাদের ভুল বুঝাতে না পারে সে ব্যপারে সকলকে সর্তক থাকতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, বান্দরবান জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক, ৩৪ বিজিবি কমান্ডার লেঃ কর্ণেল মনজুরুল হাসান খান, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ পদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/তোহা