![রামগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/01/img_20171001_203103-copy_102825.jpg)
লক্ষ্মীপুর, ০১ অক্টোবর, এবিনিউজ : রামগঞ্জ থানা পুলিশ গতকাল রাতে অভিযান চালিয়ে পৌরসভার সোনাপুর বটুয়া বাড়ি থেকে নিলুফা আক্তার লিমা নামের একজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত লিমা একই বাড়ির আবুল কাশেমের স্ত্রী।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তীতে থানার এসআই মোঃ জহির উদ্দিন সঙ্গীয় এসআই কাওছার, এএসআই মোহসীন মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ গতকাল শনিবার গভীর রাতে পৌরসভা সোনাপুর বটুয়া বাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী নিলুফা আক্তার লিমা(৩০) কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া জানান, আসামীর বিরুদ্ধে মাদক-বিক্রয়ের জন্য নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।
এবিএন/আবীর আকাশ/জসিম/রাজ্জাক