![রাজবাড়ীতে আশুরা উপলক্ষে শোক র্যালী](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/01/rajbari-all_102826.jpg)
রাজবাড়ী , ০১ অক্টোবর, এবিনিউজ : রাজবাড়ীতে পবিত্র আশুরা উপলক্ষে আঞ্জুমান-ই-কাদরীয়ার উদ্যোগে শোক র্যালী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় বড় মসজিদের সামনে থেকে একটি বিশাল শোক র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। জেলা শহরের আঞ্জুমান-ই-কাদরীয়া বড় মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত শোক র্যালীতে উপস্থিত ছিলেন রাজবাড়ী- ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
এতে নেতৃত্ব দেন আঞ্জুমান-ই-কাদরীয়ার সভাপতি কাজী এরাদত আলী। তিনি জানান, এই শোক র্যালিটি’ই দেশের সর্ব বৃহৎ । এসময় অন্যদের মধ্যে অংশ নেন জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ খালেক ও পৌরসভার মেয়র মোহাম্মদ আলী চৌধুরী।
রাজবাড়ী জেলাসহ পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, মাগুড়া সহ ৭/৮ জেলার প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসলমানেরা এতে অংশ নেন। শোক র্যালী শেষে স্থানীয় আঞ্জুমান-ই কাদরীয়া খানকা শরীফ বড় মসজিদে কারবালা প্রান্তরে শহীদানদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুরুপ ভাবে দৌলতদিয়া খানকা শরীফ মসজিদ থেকে শোক র্যালী বের হয়। এতে খানকা শরীফের কয়েক হাজার ভক্তবিন্দ অংশগ্রহন করেন। পরে সেখানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/রাজ্জাক