সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

রংপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

রংপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

রংপুর, ০২ অক্টোবর, এবিনিউজ :রংপুরের মিঠাপুকুর উপজেলায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আজ সোমবার সোয়া ৪টার দিকে জায়গীরহাট বাসস্ট্যান্ডে হতাহতের এ ঘটনা ঘটে।

বড়দরগা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম জানান, সোমবার সকাল ৬টার দিকে বগুড়া থেকে নীলফামারীগামী একটি ট্রাকের সঙ্গে রংপুর থেকে বগুড়াগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা ৩ জন ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন আরও ৪ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত