![রাজবাড়ীতে দুটি মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১ আহত ১২](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/02/road-acc1@abnews_102851.jpg)
রাজবাড়ী, ০২ অক্টোবর, এবিনিউজ : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রীজ এলাকার দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কে দুটি মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত। এসময় আহত হয়েছেন আরো ১২জন যাত্রী। ০১ অক্টোবর রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
গোয়ালন্দ উপজেলা সাস্থ্য কমপ্লেক্স এর জুরুরী বিভাগের চিকিৎসক মো. বাচ্চু মোল্লা জানান, সন্ধ্যার দিকে ১২জন আহত মাহেন্দ্র যাত্রীকে স্থানীয়রা নিয়ে আসেন। পরে তাদের মধ্যে ২জন যাত্রীর অবস্থার অবনতি হলে, তাদের ফরিদপুর রেফার করা হয়। পরে ফরিদপুর নেওয়ার পথেই একজনের মৃত্যু হয়।বাকীদের প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলো, গোয়ালন্দ উজানচর চর দত্তপাড়ার বদরুল আলমরে স্ত্রী লাইজু (২৫), ২ আলাহদীপুর গ্রামরে উইনুস শখরেে স্ত্রী মমনো বগমে (২৬), ৩ খানখানাপুর ইউনয়িনরে ব্যপারী পাড়ার আইন উদ্দনিরে ছলেে সিরাজুল ইসলাম (৩৫), ৪ বালিয়াকান্দি নবাপুর ইউনয়িনরে বিলপাকুরিয়া গ্রামের ওসমান আলীর ছেলে ওমর আলী (৫৫), দৌলতদিয়া ইউনিয়নের সাহাদত মেম্বার পাড়ার আব্দুল গনি রহমানরে ছেলে আব্দুর রহমান (৩৫), ৬ শহীদআওয়াবপুর ইউনয়িনরে রুপপুর মফিজ উদ্দিনের ছেলে নাজমি উদ্দিন সহ মোট ১২জন আহত।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/নির্ঝর