![মানিকগঞ্জে রোহিঙ্গা সন্দেহে অাটক ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/02/manikgonj-rohinga@abnews_102857.jpg)
মানিকগঞ্জ, ০২ অক্টোবর, এবিনিউজ : মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা সন্দেহে মানিকগঞ্জের সাটুরিয়া থেকে দুই যুবককে অাটক করা হয়েছে।
রোববার রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাঈদের শিমুলিয়া গ্রামথেকে তাদের অাটক করা হয়। রাতে শিমুলিয়া গ্রামে এক বাড়ির উঠানে দুই যুবককে বসে থাকতে দেখে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে তারা কোন কথা না বলে চুপ করে থাকে। তারা কথাবার্তা বুঝতে না পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সাটুরিয়া থানা পুলিশ তাদের অাটক করে থানায় নিয়ে যায়। পরে তারা কথাবার্তা না বলায় তাদের সাটুরিয়া হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার নামপরিচয় জানা যায়নি।
সাটুরিয়া থানার ডিউটি অফিসার এসআই অাব্বাস ২ রোহিঙ্গা যুবক অাটকের সত্যতা নিশ্চিত করে জানায়, তারা কথাবার্তা বলছে না, বিধায় এ মূহুর্তে তাদের নাম পরিচয় দেয়া সম্ভব হচ্ছে না। তারা রোহিঙ্গা না পাগল সে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। তারা কথাবার্তা না বলায় তাদের সাটুরিয়া হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সম্প্রতি মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে ২০ রোহিঙ্গা উদ্ধার করা হয়েছিল। এর পর জেলার দৌলতপুর উপজেলা থেকে মায়ানমার থেকে পালিয়ে আসা ১ রোহিঙ্গা যুবকে উদ্ধার করা হয়।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর