জামালপুর, ০২ অক্টোবর, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে অন্ত:সত্ত্বা গৃহবধু ও যুবককে নির্যাতনের প্রতিবাদে ২ অক্টোবর বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসি। বিক্ষোভ মিছিলটি মালঞ্চ চক্ষু হসপিটালের সামনে থেকে বের হয়ে মালঞ্চ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধকালে শত শত যানবাহন আটকা পড়ে। এতে পথচারীরা দুর্ভোগে পড়েন। এ সময় বক্তব্য রাখেন-সুরুজ্জামান, আ: রশিদ, শাহজাহান, আবু সাইদ, শফিকুল ইসলাম, মুকুল শেখ, জহুরা বেগম, কল্পনা আক্তার, শিরিন আক্তার, মরিয়ম, জো¯œা প্রমুখ। অবরোধকালে মেলান্দহ থানার এসআই শাহ সেকান্দার, হুমায়ুন কবির ও সোলায়মান আসামীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ^াস দিলে অবরোধ তোলে নেয় বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, একটি মামলার স্বাক্ষী দেয়ার অপরাধে মালঞ্চ কাচারীপাড়ার আসামী আশরাফ গংরা গত ২৭ সেপ্টেম্বর বিকেলে সাক্ষী সুজনকে হত্যার চেষ্টাচালায়। এসময় সুজন দৌড়ে প্রতিবেশী সুমির ঘরে আশ্রয় নেয়। সুজনকে আশ্রয় দেয়ার অপরাধে গৃহবধু অন্ত:সত্ত্বা সুমির পেটে লাথি দিয়ে সন্তান নষ্ট করে। পরে যুবক সুজনকে মালঞ্চ বাজারে প্রকাশ্যে খুঁটির সাথে বেঁধে নির্যাতন করে।
এবিএন/মো. শাহ্ জামাল/জসিম/নির্ঝর