![শ্রীমঙ্গলে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন শীর্ষক কর্মশালা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/02/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_102909.jpg)
শ্রীমঙ্গল, ০২ অক্টোবর, এবিনিউজ : রপ্তানি, আমদানী এবং ট্রানজিট সুবিধা সম্প্রসারণ এবং সহজীকরনের লক্ষ্যে সরকার ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন করবে এ ব্যবস্থা নিশ্চিত করা গেলে আমদানী, রপ্তানি সংশ্লিষ্ট সরকারের সকল সংস্থা এবং একিভুত তথ্য প্রযুক্তি প্লাটফর্মের অধীনে আসবে। জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রি এম এ মান্নান বলেন বানিজ্য সহজীকরন এবং রাজস্ব আহরনে জাতীয় রাজস্ব বোর্ড প্রশংসনীয় ভূমিকা রেখে চলছে। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়িত হলে সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগ একই ছাতার নিচে আসবে এবং ব্যবসায়ীরা এ ধরনের প্রযুক্তি নির্ভর উদ্যোগ থেকে উপকৃত হবে। প্রতিমন্ত্রি আরও বলেন, মাননীয় প্রধান মন্ত্রির নেতৃত্বে সরকারের সকল বিভাগ কার্যকর টিম ওয়ার্কের মাধ্যমে একটি দল হয়ে খেলছে।
সভাপতির বক্তব্যে অভ্যন্তরিন সম্পদ বিভাগের সিনিওর সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, জাতীয় রাজস্ব বোর্ড, বানিজ্য, অর্থ ও পরিকল্পনা, খাদ্য, শিল্প ও কৃষি মন্ত্রনালয় এবং সংশ্লিষ্ট বিভাগ সমুহের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্টা করা না গেলে সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন কঠিন হবে। এ ধরনের উচ্চাভিলাষী প্রকল্প বাস্তবায়নে ব্যবসায়ী সম্প্রদায়ের আগ্রহ ও অংশগ্রহন জরুরী। এ ক্ষেত্রে ঝুকি সমুহ চিহ্নিত করে ঝুকি হ্রাসের লক্ষে কৌশল গ্রহন করতে হবে।
অনুষ্টানে আরও বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য খন্দকার আমিনুর রহমান, সদস্য (শুল্কনীতি) মো. লুৎফুর রহমান, প্রথম সচীব মোঃ এহেতেশামুল হক এবং ওয়ার্ল্ড কাষ্টমন্স অর্গানাইজেশনের বিশেষজ্ঞ রাজেন্দ্র মিনা। অনুষ্টানটি উপস্থাপনা করেন বোর্ডের দ্বীতিয় সচিব শারমিন আক্তার।
জাতীয় রাজস্ব বোর্ডের এবং ওয়ার্ল্ড কাষ্টম অর্গানাইজেশনের যৌথ আয়োজনে এবং যুক্তরাজ্য শুল্ক বিভাগের সহায়তায় চার দিন ব্যাপি এ কর্মশালা শ্রীমঙ্গলের পাঁচতারকা মানের হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফে আজ থেকে শুরু হয়েছে। ভারত এবং ফিনল্যান্ডের দুজন বিশেষজ্ঞ কর্মশালাটি পরিচালনা করছেন। জাতীয় রাজস্ব বোর্ড ছাড়াও কৃষি, খাদ্য, বেসারিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রনালয়, বিএসটিআই, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং আনবিক শক্তি কমিশনের প্রতিনিধিগন কর্মশালায় অংশ গ্রহন করছেন।
এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা