
সিরাজগঞ্জ, ০২ অক্টোবর, এবিনিউজ : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিশ্ব নেতৃবৃন্দের চাপের মুখে মায়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে।
আজ সোমবার ৬৩৬ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জের শিয়ালকোলে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে প্রশংসা কুড়িয়েছেন। মায়ানমার সরকার বিশ্বের চাপের মুখে নতি স্বীকার করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে।
তিনি বলেন, রোহিঙ্গা নাগরিকদের উপর ইতিহাসের যঘন্যতম নির্যাতন চালাচ্ছে মায়ানমারের বর্বর সরকার। তারা নিজের দেশের মানুষকে হত্যা করেছে, নির্যাতন ও ধর্ষণ করেছে। আর বাংলাদেশ সরকার তাদের দেশকে থেকে জীবন বাঁচাতে আসা নিরীহ মানুষকে আশ্রয় দিয়েছে, স্বাস্থ্যসেবা ও খাদ্যসহ মানবিক সকল সাহায্য দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।