বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
১৬৮ ভরি স্বর্ণ উদ্ধার

মানিকগঞ্জে ভূয়া পুলিশ, সাংবাদিকসহ আটক ৫

মানিকগঞ্জে ভূয়া পুলিশ, সাংবাদিকসহ আটক ৫

মানিকগঞ্জ, ০২ অক্টোবর, এবিনিউজ : মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলা থেকে ভূয়া ডিবি পুলিশ, সাংবাদিক পরিচয় প্রদানকারী ৫ ডাকাত কে লুট হওয়া ১৬৮ ভরি স্বর্ণসহ আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে নগদ ৫ লক্ষ টাকা, একটি মাইক্রোবাস, ৪টি ওয়াকি-টকিও উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে মানিকগঞ্জের পুলিশ সুপার নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংএ এ তথ্য নিশ্চিত করে। এ সময় পুলিশ সুপার মাহফুজুর রহমান জানায়, গতকাল রবিবার সন্ধ্যায় সিংগাইরের চারিগ্রাম বাজারের স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেনের ম্যানেজার কমল মোটরসাইকেলে ১৬৮ ভরি স্বর্ণ ও নগদ ৫ লাখ টাকা নিয়ে দোকান থেকে বাড়ি যাচ্ছিলো।

এ সময় চারিগ্রাম পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মাইক্রোবাসের ৭/৮জন ডাকাত মটর সাইকেল থামিয়ে তার ব্যাগে থাকা স্বর্ণ ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তবে একজন ডাকাত মাইক্রোবাসে উঠতে না পারায় জনতা তাকে ধরে ফেলে। পরে ধাওয়া করে নবাবগঞ্জের বালুখন্ড এলাকা থেকে পুলিশ ও স্থানীয়রা মাইক্রোবাসসহ আরও তিন ডাকাতকে আটক করে। পুলিশ আটককৃত ডাকাতদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকালে নবাবগঞ্জের বালুখন্ড থেকে আলামিন নামের আরেকজনকে আটক করে। তার কাছ থেকে ছিনতাইকৃত নগদ ৫ লক্ষ ৪০ হাজার টাকা, ১৬৮ ভরি স্বর্ণ, একটি ডিএসএলআর ক্যামেরা, সাদা রংয়ের নোয়া মাইক্রোবাস যার রেজি: নং-ঢাকা মেট্রো-চ-৫১-৪৬৪১ ও চারটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, শরীয়তপুর জেলার নড়িয়া থানার মূলফদগঞ্জ এলাকার তোফাজ্জল হোসেন শান্তর ছেলে সাজ্জাদ হোসেন (২৭), কুড়িগ্রাম জেলার বুড়িঙ্গামারী থানার ময়দাশ এলাকার তৈইমুদ্দিনের ছেলে হামিদুল ইসলাম (৩৬), ২১৮/৫ পশ্চিম আগারগাঁও এলাকার আব্দুর রব সুলতানের ছেলে রহিম সুলতান (২১), ঢাকা জেলার হাজারীবাগ থানার ওয়াশপুর এলাকার আফসার উদ্দিনের ছেলে আলামিন (২৬), ভোলা জেলার লাল মোহন থানার চর তিথিয়া এলাকার কালু ইদ্রিসের ছেলে সুমন (৩০)। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে জেল হাজতে প্রেরণ করার পক্রিয়া চলছে বলেও জানায় পুলিশ সুপার।

এবিএন/সোহেল রানা খান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত