![লক্ষ্মীপুরে বিশ্ব বসতি দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/02/d_102950.jpg)
লক্ষ্মীপুর, ০২ অক্টোবর, এবিনিউজ : ‘গৃহায়ন নীতিমালা সাধ্যের আবাস’ এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে বিশ্ব বসতি দিবস ২০১৭ পালন করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি সদর উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে গণপূর্ত বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোমায়রা বেগম।
এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মীর শওকত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার গোলাম শাহ নেওয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান হাবীব প্রমুখ।
১৯৮৫ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছরের অক্টোবর মাসের প্রথম সোমবার এই দিবসটি পালিত হয়ে আসছে।
এবিএন/আবির আকাশ/জসিম/রাজ্জাক