![লক্ষ্মীপুরে প্রবীণ দিবসে আলোচনা ও র্যালি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/02/lakshmipur-probin-dibosh@ab_102952.jpg)
লক্ষ্মীপুর, ০২ অক্টোবর, এবিনিউজ : লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টরেট ভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম।
অতিরিক্ত জেলা প্রশাস শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মীর শওকত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, জেলা সমাজেসেবা উপ-পরিচালক আয়ুব খাঁন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, প্রবীণরা যাতে সুখ-শান্তি এবং মর্যাদার সাথে বাঁচতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া অতীব প্রয়োজন।
প্রবীণদের জীবন সায়াহ্নে যথাযথভাবে দেখাশোনা করা এবং তাদের কল্যাণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া পরিবার তথা সমাজের অবশ্যই কর্তব্য বলেও জানিয়েছেন তারা।
এবিএন/আবীর আকাশ/জসিম/রাজ্জাক
লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টরেট ভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম।
অতিরিক্ত জেলা প্রশাস শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মীর শওকত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, জেলা সমাজেসেবা উপ-পরিচালক আয়ুব খাঁন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, প্রবীণরা যাতে সুখ-শান্তি এবং মর্যাদার সাথে বাঁচতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া অতীব প্রয়োজন।
প্রবীণদের জীবন সায়াহ্নে যথাযথভাবে দেখাশোনা করা এবং তাদের কল্যাণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া পরিবার তথা সমাজের অবশ্যই কর্তব্য বলেও জানিয়েছেন তারা।
এবিএন/আবীর আকাশ/জসিম/রাজ্জাক