![লক্ষ্মীপুর সাইফিয়া দরবার শরীফের মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/02/manabbandhan@abnews_102955.jpg)
লক্ষ্মীপুর, ০২ অক্টোবর, এবিনিউজ : মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলামনদের হত্যা ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে সাইফিয়া দরবার শরীফ। আজ সোমবার বিকেলে দরবার শরীফের সামনে লক্ষ্মীপুর ভোলা-বরিশাল সড়কে এক কিলোমিটার জুড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, দরবার শরীফের ভাইস প্রেসিডেন্ট মাওলানা মোহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দিকী, কাদেরিয়া সাইফিয়া দারুস সুন্নাত ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, স্থানীয় ইউপি সদস্য দুলাল উদ্দিন প্রমূখ।
মানববন্ধনে মাওলানা মোহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দিকী বলেন, মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলামানদের পাশে দাড়াতে দেশের সকলকে এগিয়ে আসার আহবান জানান।
মানবিক দৃষ্টিকোন থেকে সরকার রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার জন্য এবং তাদের পাশে দাঁড়ানো জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। সু-শৃঙ্খলভাবে রোহিঙ্গা মুসলমানদের মাঝে ত্রান বিতরণ ও সহযোগিতার জন্য সেনাবাহিনীকেও ধন্যবাদ জানান তিনি।
এসময় মানববন্ধনে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী, কাদেরিয়া সাইফিয়া দারুস সুন্নাত ইসলামীয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও আশেকানে তরিকতের ভক্তবৃন্দ।
এবিএন/আবির আকাশ/জসিম/রাজ্জাক