
রাজবাড়ী, ০২ অক্টোবর, এবিনিউজ : র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন এর নেতৃত্বে আজ দুপুর ২টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ০৫নং ফেরীঘাটে অবস্থিত জনৈক মো. আজাহার পাঠান এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মো. শাহীন খাঁ (৩০), পিতা-মো. শহিদুল ইসলাম, সাং-বাহিরচর দৌলতদিয়া, থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ীকে ৬০ পিস ইয়াবা সহ হাতে নাতে আটক করে।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরীঘাট সহ আশপাশ এলাকায় নিষিদ্ধ মাদক ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদক দ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবা সহ ধৃত আসামীকে গোয়ালন্দ থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন করেছে।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/তোহা