সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • উবাচ
  • ‘রোহিঙ্গা সমস্যায় সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ’

‘রোহিঙ্গা সমস্যায় সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ’

‘রোহিঙ্গা সমস্যায় সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ’

ঢাকা, ০৩ অক্টোবর, এবিনিউজ : রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে বলে বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গা পরিস্থিতি খুবই ভয়াবহ। এরকম মানবিক বিপর্যয় আমি আর কোনো দিন দেখিনি। যারা প্রাণভয়ে পালিয়ে আসছে কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে তাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে বাধ্য করতে হবে। কিন্তু সরকার কূটনৈতিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

আমীর খসরু আরও বলেন, আমরা আগেও বলেছি রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় একটি জাতীয় ঐক্য গঠন করা দরকার। এরপর এ বিষয়ে নিজেদের শক্তিশালী করে যেসব দেশগুলো এখন পর্যন্ত মিয়ানমারকে সমর্থন দিচ্ছে তাদেরকে বুঝানো উচিত।

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত