রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

৩৬তম বিসিএসের ফলাফল ১৫ অক্টোবরের মধ্যে

৩৬তম বিসিএসের ফলাফল ১৫ অক্টোবরের মধ্যে

ঢাকা, ০৩ অক্টোবর, এবিনিউজ : ৩৬তম বিসিএসের ফল আগামী ১৫ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। পাশাপাশি অক্টোবরের মধ্যেই ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলও প্রকাশ করা হতে পারে। আজ মঙ্গলবার পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৩৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের কাজ শেষ পর্যায়ে। চলতি মাসের মাঝামাঝি সময়ে ফল ঘোষণা করা হবে।

তিনি বলেন, তড়িঘড়ি করে আমরা কোনো কাজ করতে চাচ্ছি না, এতে ভুলের সংখ্যা বাড়তে পারে। নির্ভুল ফল প্রকাশে প্রতিটি উত্তরপত্র দুইবার নিরীক্ষা করা হচ্ছে। এ কারণে সময় প্রয়োজন হচ্ছে। বর্তমানে ফল প্রকাশের কাজ শেষ পর্যায়ে। আনুষ্ঠানিক বিষয়গুলো শেষ করে এ মাসের মাঝামাঝি ৩৬তম বিসিএসের ফল প্রকাশের প্রস্তুতি নেয়া হচ্ছে।

জানা গেছে, ৩৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। চলতি বছরের শেষ দিকে এই বিসিএসের প্রজ্ঞাপন আসতে পারে। আগামী নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরে এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জারি করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। জানুয়ারি বা ফেব্রুয়ারিতে প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ৩৯তম বিসিএসে চার হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জেন্ট নেওয়া হবে। সব মিলে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নেওয়া হবে এই বিসিএসে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

তথ্যমতে, ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৫ হাজার ৯৯০ জন উত্তীর্ণ হয়। প্রথম শ্রেণির ২ হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত