
ঢাকা, ০৩ অক্টোবর, এবিনিউজ : জাতিসংঘকে পাশ কাটিয়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে যে ধরনের বৈঠক হয়েছে, তা আইওয়াশ ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার সকালে বিএনপির দলীয় কার্য়ালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামে গিয়েও প্রধানমন্ত্রী রোহিঙ্গা সঙ্কটের কোনো সুরাহা করতে না পেরে ব্যর্থ হয়ে ফিরে আসছেন বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি নেতা বলেন, ‘মিয়ানমারের মন্ত্রী সঙ্গে বাংলাদেশের বৈঠকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত বাস্তবায়ন একটি সুদীর্ঘ বিলম্বিত পথ। রোহিঙ্গাদের পূর্ণ নিরাপত্তাসহ স্বদেশে ফেরত নেয়ার তাগিদ সেখানে নেই। রোহিঙ্গাদের দুর্দশা বিক্রি করে পুরস্কার প্রাপ্তির আশায় উৎসবে ব্যস্ত সরকার।’