![অর্থের অভাবে স্কুল ছেড়ে রিক্সা চালক রাশেদ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/03/jahid_abnews_103168.jpg)
লক্ষ্মীপুর, ৩ অক্টোবর, এবিনিউজ : বাবা মারা গেছে সেই ছোট বেলায় মা আছে তবে কিছু করে না। দু’বোন আর সে। অভাবের সংসার। পড়ালেখা ৪র্থ শ্রেণি পর্যন্তই শেষ। বাড়িতে চাল নেই। তাই তো এখন লক্ষ্মীপুর শহরের রিক্সা চালায় ১২ বছরের কিশোর মামুন। পুরো নাম মোঃ রাশেদ, ডাক নাম মামুন। বাবা মৃত মোঃ রুবেল। পেশায় গাড়ির হেলপার ছিল। মামুন ছোট থাকতেই বাবা মারা যায়।
লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর এলাকার সিরাইজ্জাগো বাড়ি এলাকার এ ছেলে এখন পরিবারের একমাত্র ভরসা। গত ২ মাস আগে স্থানীয় ইসমাইল নামের একজনের কাছ থেকে দৈনিক একশত টাকা দিয়ে একটি রিক্সা ভাড়ায় চালায় সে।
রিক্সা চালিয়েই প্রতিদিন চাল নিয়ে বাড়ি যেতে হয়। কিন্তু প্রতিদিন তার পক্ষে চাল নিয়ে যাওয়া হয় না। তার রিক্সায় যাত্রীও উঠতে চায় না, এর মধ্যে চালের দামও বৃদ্ধি পেয়েছে। চালের দাম বৃদ্ধির কারণে তার অনেক কষ্ট হচ্ছে। বাড়ির লোকজন তো তারই পথ চেয়ে বসে আছে।
গতকাল সোমবার সন্ধ্যার পর লক্ষ্মীপুর পৌর শহরের তমিজ মার্কেট এলাকায় বিষন্ন মনে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে জিজ্ঞেস করার পর সে বলে আজ সারা দিনে একশত টাকা রুজি হয়েছে। এটা রিক্সা ভাড়া দেবো না চাল কিনবো। বাড়িতে চাল নেই। চাল না নিয়ে গেলে তো সবাই উপোষ থাকতে হবে।
মামুন আরও বলেন, এলাকার কোন সহযোগিতা তারা পাচ্ছে না। রিক্সাও ঠিক মতো চালাতে পারছে না সে। হাত-পা ব্যথা, একজনের বেশি যাত্রী নিলে তো অবস্থাই খারাপ। পরিবারের ভরসা এখন সে নিজেই, এদিকে পড়ালেখাও আর হচ্ছে না। ৪র্থ শ্রেণি পর্যন্ত পড়েই বইপত্র গুটিয়ে রেখেছে। সমাজের কাছে সে সহযোগিতা চাচ্ছে। সে পড়ালেখা চালিয়ে যেতে চায়।
এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি