![রামপালে ক্যান্সার কেয়ার ও রিসার্স সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/03/pic-ramap_103173.jpg)
রামপাল (বাগেরহাট), ০৩ অক্টোবর, এবিনিউজ : আজ মঙ্গলবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার ও রিসার্স সেন্টার’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। রামপাল-মোংলার সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আঃ খালেক এম.পি. প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ-এর এডিআইজি মোঃ হাবিবুর রহমান ও বিশিষ্ট ক্যান্সার বিশেষষ্ণ ড. রিচার্ড লাভ।
বাগেরহাট জেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আঃ জলিলের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের গ্রামের নির্বাহী পরিচালক রেজা সেলিম, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান প্রফেসর অনির্বান মোস্তফা, এএসপি খয়রুল আলম, উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাসুম ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ ওহাব, সাধারন সম্পাদক আলহাজ্ব জামিল হাসান জামু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্যা আঃ রউফ, উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান মোঃ হামিম নূরী, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সাবেক অধ্যক্ষ মোঃ মজনুর রহমান, সুন্দরবন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ খালিদ আহমেদ, প্রভাষক শেখ শাহনেওয়াজ, প্রভাষক মোস্তফা কামাল পলাশ, ফয়লাহাট স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম, কুমলাই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতলুব হোসেন,আমাদের গ্রাম প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা ও এলাকার বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বৃক্ষের চারা রোপন করেন। দুপুর ১২টায় এ অনুষ্ঠান শেষ হয়।
এবিএন/মোঃ সাইফুল আলম/জসিম/রাজ্জাক