শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঝালকাঠি-নলছিটির ৮ ক্লিনিক-ডায়াগনষ্টিক সেন্টারকে অর্থদন্ড
র‌্যাবের ভ্রাম্যমান আদালতের ২ দিন ব্যপাী অভিযান

ঝালকাঠি-নলছিটির ৮ ক্লিনিক-ডায়াগনষ্টিক সেন্টারকে অর্থদন্ড

ঝালকাঠি-নলছিটির ৮ ক্লিনিক-ডায়াগনষ্টিক সেন্টারকে অর্থদন্ড

ঝালকাঠি, ৩ অক্টোবর, এবিনিউজ : ঝালকাঠিতে র‌্যাব সদর দপ্তরের ভ্রাম্যামান আদালতের ২ দিনব্যাপাী একটানা অভিযানে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে নিজস্ব ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্রয়োজনীয় কাগজপত্র, অনুমোদনহীন, রেজিষ্ট্রেশন, না থাকায় জেলা জরিমানা দিয়েছেন। এরমধ্যে নলছিটিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ডায়াগনষ্টিক সেন্টারের মালিককে এক বছর কারাদন্ড ও অপর এক ডায়াগনষ্টিক সেন্টারের মালিককে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

নলছিটি উপজেলার ৪টি চিকিৎসা প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা ও একটি ডায়াগনস্টিক সেন্টারের সত্ত্বাধিকারীকে ১বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব হেড কোয়াটারের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ গাউসুল আজমের নেতৃত্বে পরিচালিত এ ভ্রাম্যমান আদালত উপজেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিককে ৩ লাখ টাকা, নাহার জেনারেল ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, ফারাজানা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ইমা মেডিসিন ও ডায়াগনস্টিক সেন্টারের সত্ত্বাধিকারী মায়েল হোসেনকে (৪০) এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদানসহ ডায়াগনস্টিক সেন্টারটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক-এ অভিযান পরিচালনার সময় ক্লিনিকের মালিকরা স্থানীয় সংসদ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর নাম ভাঙিয়ে বিচারকার্য প্রভাবিত করার চেষ্টার করেন বলে প্রেস ব্রিফিং-এ র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউছুল আজম জানান।

এরপূর্বে সোমবার দিনব্যপাী ঝালকাঠিতে একই অভিযোগে ৭টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ও ৩টি হোটেলে অভিযান চালিয়ে মোট সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করেন। অভিযান শেষে সদর হাসপাতালের র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউছুল আজম এক প্রেস ব্রিফিংয়ে জানান, বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যতক্ষন পর্যন্ত অনিয়ম থাকবে, ততক্ষন পর্যন্ত এ অভিযান চলবে।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত