শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সাটুরিয়ায় কর্তব্যরত অবস্থায় পুলিশ সদ‌স্যের মৃত্যু

সাটুরিয়ায় কর্তব্যরত অবস্থায় পুলিশ সদ‌স্যের মৃত্যু

সাটুরিয়ায় কর্তব্যরত অবস্থায় পুলিশ সদ‌স্যের মৃত্যু

‌‌মা‌নিকগঞ্জ, ০৪ অক্টোবর, এবিনিউজ : মা‌নিকগঞ্জ জেলার সাটুরিয়া থানায় কর্তব্যরত অবস্থায় ষ্ট্রোক করে এক পুলিশ সদ‌স্যের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া পুলিশ সদস্য বোরহান উদ্দিন (৫৭) টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কুপাখি গ্রামের মৃত সফিকুর রহমানের পুত্র।

সাটু‌রিয়া থানার ভিতর বুধবার সকাল ৯ টায় বোরহান হঠাৎবু‌কেব্যাথা অনুভব করে প‌রে যায়। পরে অন্যান্য পু‌লিশ সদস্যরা তাকে সাটুরিয়া হাসপাতা‌লে নিয়ে গে‌লে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষনা করে।

বোরহান উদ্দিনের ব্যাচ নম্বর ৫১৩ সে ২০১৬ সনের ফেব্রুয়ারী মাসে সাটুরিয়া থানায় যোগদান করেন। পুলিশ সদস্য বোরহান এক পুত্র, ২ কণ্যা ও স্ত্রী রেখে গেছেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: আমিনুর রহমান জানায়, বোরহা‌নের মরদেহ মানিকগঞ্জ পুলিশ লাইনে পাঠানো হয়েছে। তার ১ম জানাযা সেখানে অনুষ্ঠিত হবে। পরে সাটুরিয়া থানায় আনুষ্ঠানিকতা শেষে তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।

এবিএন/মো: সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত