সোনাগাজী, ০৪ অক্টোবর, এবিনিউজ : নাশকতার মামলায় সোনাগাজীর ২ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ জানিয়েছে ওসি হুমায়ুন কবির। আজ বুধবার ভোর রাতে তাদের উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো সোনাগাজী পৌর জামায়াতের সাধারন সম্পাদক আব্দুল মান্নান (৫০)। তিনি চরছান্দিয়া ইউপির মফিজুর রহমানের ছেলে। অপরজন আমিরাবাদ ইউপির জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। তিনি ওই ইউপির চরকৃঞ্চজয় গ্রামের জাকির হোসেনের ছেলে।
ওসি জানিয়েছেন নাশকতার মামলায় গ্রেফতারী পরোয়ানা মুলে তাদের গ্রেফতার করা হয়েছে। ইতিপূর্বে তাদের একাধীকবার গ্রেফতার করা হলেও জামিনে মুক্তিলাভ করে।
স্থানীয় একাধিক আওয়ামী লীগ নেতা জানিয়েছেন, নাশকতার মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকলেও জামায়াত নেতারা প্রকাশ্যে চলাফেরা করে দলীয় কার্যক্রম চালাতো। স্থানীয় প্রশাসনের কয়েকজন কর্মকর্তার সাথে জামায়াতের গোপন যোগাযোগের কারনে তারা এতদিন গ্রেফতার এড়াতে সক্ষম হয়েছে।
জামায়াত ও প্রতিক্রিয়াশীল চক্র রোহিঙ্গাসহ বিভিন্ন ইস্যুতে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এজন্য উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশের কারণে তাদের গ্রেফতার করা হয়েছে বলে মনে করছেন আ’লীগ নেতারা।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/এমসি