![সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যান পলাতক গুঞ্জন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/04/jamalpur-map@abnews_103230.jpg)
জামালপুর , ০৪ অক্টোবর, এবিনিউজ : জামালপুরের সরিষাবাড়ী ডোয়াইল ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন রতন পলাতকের গুঞ্জন ছড়াচ্ছে। দুর্নীতির দায়ে প্রায় দু’সপ্তাহ যাবৎ গাঁ-ঢাকা দিয়েছেন বলে এলাকাবাসি জানিয়েছেন। এ ব্যাপারে ২৭ সেপ্টেম্বর রতন চেয়ারম্যানের অপসারণ দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।
ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতিতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীতে আবেদনকারী শত শত বেকার নারী-পুরুষ বেকারত্ব সনদ, নাগরিক সনদ ও জন্ম নিবন্ধন সনদ নিতে পারছেন না। ডোয়াইল কাজিসদর গ্রামের ফরিদ আহাম্মেদ, উদনাপাড়া গ্রামের আব্দুল মোতালেব ও খায়রুল বাশারসহ অনেকেই জানান, ‘তাঁরা তিন-চারদিন ঘুরেও বেকারত্ব সনদ নিতে পারেননি। চেয়ারম্যান পলাতক থাকায় স্বাক্ষর না পেয়ে সবাই বিপাকে পড়েছে।’
যুবলীগ নেতা আলহাজ মিয়া অভিযোগ করেন, ‘চেয়ারম্যান রতনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এলাকাবাসী প্রতিবাদ জানালে তিনি কিছু না জানিয়ে এবং কাউকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বও দিয়ে যান নি।
চেয়ারম্যান নাছির উদ্দিন রতন শুরু থেকেই অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার, কর্তব্যে অবহেলা ও স্বজনপ্রীতিসহ নানা দুর্নীতি করে আসছেন। উপরন্তু তিনি পালিয়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন/২০০৯-এর ৭ম অধ্যায়ের ৩৪ ধারার ৪(জ) লংঘন করেছেন।
অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন রতন মুঠোফোনে জানান, ‘তিনি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ সুযোগে প্রতিপক্ষরা মিথ্যা অভিযোগ তুলেছে।’ তিনি অপরাজনীতির শিকার বলেও পাল্টা অভিযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন ‘বিষয়টি তদন্তধীন আছে।
এবিএন/মো: শাহ্ জামাল/জসিম/নির্ঝর