
শ্রীমঙ্গল, ০৪ অক্টোবর, এবিনিউজ : পূজা উদযাপন পরিষদ ফ্রান্স'র নবনির্বাচিত সভাপতি শ্রী সুশীল বনিককে তার নিজ শহর শ্রীমঙ্গলে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯ টায় শহরের কলেজ রোডস্থ মুদ্রণবিদ কম্পিউটার এন্ড অফসেট প্রিন্টার্স এ সুশীল বণিককে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও লেখক দীপেন্দ্র ভট্রাচার্য, বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক অবিনাস আচার্য, শিক্ষক চন্দন চৌধুরী , বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েক আহমদ, লেখক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান,
ব্যাংক কর্মকর্তা তপন রায়, তারেকুর রহমান, সাংস্কৃতিক অঙ্গনের শ্যামল আচার্য্য, নিতেশ সুত্রধর, সাংবাদিক আনোয়ার হোসেন জসিম, পংকজ কুমার নাগ, সোলেমান আহমদ মানিক, নকুল দেবনাথ (নান্টু), সুভাষ দাশ তপন, এহছান বিন মুজাহির, দারুল আজহার ইনস্টিটিউটের অধ্যক্ষ আহমদ সোহাইল, রিংকু দেব, রাজু দেব, প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আতাউর রহমান কাজল। অনুষ্ঠানে সাংবাদিক কাজলের লেখা কিছু বই সুশীল বণিককে উপহার দেয়া হয়। পরে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা