শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় মানিকগঞ্জে ৫ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় মানিকগঞ্জে ৫ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় মানিকগঞ্জে ৫ জেলের কারাদণ্ড

মানিকগঞ্জ, ০৪ অক্টোবর, এবিনিউজ : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ৫ জেলেকে ভ্রাম্যমাণ আদালত এক মাস করে কারাদণ্ড প্রদান করেছে। আজ বুধবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে এই দণ্ড দেয়।

দণ্ডপ্রাপ্তরা হলো, দৌলতপুর উপজেলার বাসাইল গ্রামের হাসেন শেখের ছেলে রুশনাই শেখ(৫০),একই গ্রামের আজমত আলীর ছেলে বাচ্চু মিয়া(৩০), শিবালয় উপজেলার বঘুনাথপুর গ্রামের মন্তেষ শেখের ছেলে লালন মিয়া(৩২), একই উপজেলার উথলী ইউনিয়নের বাসাইল কলাবাগান গ্রামের কালাচাঁন শেখের ছেলে বকুল মোল্লা(৪৫) ও তেওতা ইউনিয়নের আলোকদিয়া চরের সাত্তার ব্যাপারীর ছেলে ফজলু মিয়া (৩০)।

জানা গেছে, উপজেলায় যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ৫ জেলেকে মঙ্গলবার রাতে আটকের পর বুধবার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই দণ্ড প্রদান করে।

এবিএন/সোহেল রানা খান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত