![মানিকগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/04/bozropat_abnews_103365.jpg)
মানিকগঞ্জ, ০৪ অক্টোবর, এবিনিউজ : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের তিল্লী গ্রামের আইজুদ্দিন পুত্র সায়েদুর রহমান (৩৭)। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ উপজেলার তিল্লী ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ বুধবার বিকেলে উপজেলার তিল্লী ইউনিয়নের তিল্লী গ্রামে ব্রীজের কাছে ফসলের জমিতে কাজ করছিল সায়েদুর। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম ব্রজপাতে কৃষক নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে।
এবিএন/সোহেল রানা খান/জসিম/এমসি