সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • উবাচ
  • ‘সেইফ জোন রোহিঙ্গাদের জন্য খাঁচা হবে’

‘সেইফ জোন রোহিঙ্গাদের জন্য খাঁচা হবে’

‘সেইফ জোন রোহিঙ্গাদের জন্য খাঁচা হবে’

ঢাকা, ০৪ অক্টোবর, এবিনিউজ : রোহিঙ্গাদের জন্য মিয়ানমারে সেইফ জোন প্রতিষ্ঠায় সরকারের প্রস্তাবের বিরোধিতা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। গতকাল বুধবার কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, রোহিঙ্গাদের সেইফ জোনে নিয়ে যাওয়া মানে সেখানে তাদের খাঁচার মধ্যে রাখা। এটি কিন্তু সত্যিকারের মানবিক সমাধান হতে পারে না।

জাতিসংঘে ভাষণে অবিলম্বে রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধের পাশাপাশি এই সংকটের স্থায়ী সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং দেশটির ভিতরে রোহিঙ্গাদের জন্য নিরাপদ এলাকা (সেইফ জোন) প্রতিষ্ঠাসহ কয়েকটি প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঈন খান বলেন, সেইফ জোন বাস্তবায়িত হলে রোহিঙ্গা সমস্যার আর কোনো অগ্রগতি হবে না। এটি অন্তর্র্বতীকালীন সমাধান, যে সমাধান সত্যিকার সমাধানকে ব্যাহত করে। বিএনপি সেই প্রক্রিয়াকে সমর্থন করে না।

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত