![সাটুরিয়ায় রোহিঙ্গা যুবক উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/05/manikgonj-rohinga@abnews_103437.jpg)
মানিকগঞ্জ, ০৫ অক্টোবর, এবিনিউজ : মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা এক যুবকে মানিকগঞ্জের সাটুরিয়া থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের শেখরীনগড় গ্রামথেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গা অারাফাত (৪৫)। সে শুধু তার নাম অারাফাত বলতে পারে অার কিছু বলতে পারে না।
বৃহস্প্রতিবার সকালে সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের শেখরীনগড় গ্রামে অপরিচিত এক ব্যক্তিকে চলাফেরা করতেদেখে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে সে কোন কথা না বলে চুপ করে থাকে। সে কথাবার্তা না বলায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সাটুরিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে অাসে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: অামিনুর রহমান রোহিঙ্গা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানায়, খবর পেয়ে সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের শেখরীনগড় গ্রামথেকে রোহিঙ্গা ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর