বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আগৈলঝাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুল ছাত্রীর অবস্থান
পুলিশের তৎপরতায় কিশোরী প্রেমিকাকে উদ্ধার ও বাল্যবিয়ে বন্ধ

আগৈলঝাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুল ছাত্রীর অবস্থান

আগৈলঝাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুল ছাত্রীর অবস্থান

আগৈলঝাড়া (বরিশাল), ০৫ অক্টোবর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় বিয়ে দাবিতে প্রেমিকের বাড়িতে এক স্কুল ছাত্রী অবস্থান করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ গিয়ে কিশোরী প্রেমিকা স্কুল ছাত্রীকে উদ্ধার করে বাল্যবিয়ে বন্ধ দেয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা গৈলা ইউনিয়নের রাহুৎপাড়া গ্রামের গণেশ হালদারের ছেলে ইন্দ্রজিৎ হালদারের সাথে সীমান্তবর্তী মাদ্রা গ্রামের কালীপদ সমদ্দারের মেয়ে কারফা পাবলিক একাডেমীর সপ্তম শ্রেণির ছাত্রী শিপ্রা সমদ্দার (১৩)’র প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। প্রেমিকা শিপ্রা বিয়ের দাবিতে প্রেমিক ইন্দ্রজিতের বাড়িতে গত সোমবার রাত থেকে অবস্থান নেয়।

গতকাল বুধবার বিকেলে স্কুল ছাত্রীর পিতা কালীপদ সমদ্দার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ওই দিন রাতে এসআই মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে প্রেমিক ইন্দ্রজিৎ ও তার পিতামাতার কাছ থেকে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত ওই মেয়ের সাথে ছেলের বাল্যবিয়ে না দেয়ায় মুচলেকা নেয়।

পরে স্কুল ছাত্রী শিপ্রাকে তার পিতার জিম্মায় দেয়া হয়েছে।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত