![কমলনগরে অপহরনের ২দিন পরেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/05/apohoron_abnews_103533.jpg)
লক্ষ্মীপুর, ০৫ অক্টোবর, এবিনিউজ : কমলনগর চরফলকন উচ্ছ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তানিয়া আক্তার অপহরনের ২ দিন পরেও উদ্ধার না হওয়ায় পরিবারে মধ্যে চরম হতাশা বিরাজ করেছে। গতকাল বুধবার সকাল ৯টায় স্কুলে যাওয়ার পথে তানিয়া অপহরণ হয়েছে বলে জানাযায়। তানিয়া কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আবুল বাশারের কন্যা।
তানিয়ার বাবা জানান,‘ আমার মেয়ে ঘটনার দিন স্কুল যাওয়ার পথে অপহরণ হয়। খবর পেয়ে আমি খোঁজ নিয়ে জানতে পারি একই উপজেলার চর ফলকন ইউনিয়নের বাসিন্দা আবদুল মজিদ ফলোয়ানের নেতৃত্বে আব্দুল মজিদের পুত্র মাহবুব, আব্দুল মজিদের স্ত্রী জেসমিন, চরজাঙ্গালীয়ার বাসিন্দা মোমিন উল্যার পুত্র হারুন ও আলম, আবদুল মজিদের কন্যা বৃষ্টি, মিলে আমার মেয়েকে অপহরন করে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আমার মেয়ের বয়স ১৫ বছর। এর আগে অপহরণকারীরা আমার মেয়েকে বখাটে হারুনের সাথে বিয়ের প্রস্তাব দিলে বাল্যবিবাহ আইনকে শ্রদ্ধা জানিয়ে উক্ত প্রস্তাব প্রত্যাখান করি। সে থেকে আপহরণকারীরা আমার কন্যাকে অপহরণ করার জন্য সুযোগ খুঁজে। অপরনের পর আমি কমলনগর উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারকে জানায় কোন আশু সমাধান না পেয়ে ওইদিন রাতেই আমি কমলনগর থানায় অভিযোগ করি। কমলনগর থানা আমার অভিযোগটি মামলা হিসাবে রুজু না করে অদ্যাবধি ভিকটিম উদ্ধারের কোন ব্যবস্থা নিচ্ছেনা।’
এ বিষয়ে কমলনগর থানার ওসি জানান, অপহরনের বিষয় অভিযোগ পেয়েছি। উদ্ধার তৎপরতা চলছে বলে তিনি জানান। তানিয়ার বাবা ভিকটিম কে উদ্ধারের জন্য পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।
এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি