
শ্রীমঙ্গল, ০৭ সেপ্টেম্বর, এবিনিউজ : শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট চা বাগান মসজিদের বারান্দা থেকে অজ্ঞাতনামা (৬২) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, সকালে মসজিদের বারান্দায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত বৃদ্ধের লাশ দেখতে পেয়ে স্হানিয়রা শ্রীমঙ্গল থানা পুলিশে খবর দেয়।
শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে অাসে এবং ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় অাজ দুপুর সাড়ে ১২টায় শ্রীমঙ্গল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/এমসি