![মেলান্দহে ১০ জুয়াড়ী ও ১গরুচোর গ্রেপ্তার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/07/abnews-24.com.bbbb_103749.jpg)
জামালপুর, ০৭ অক্টোবর, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে ১০ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল ০৬ অক্টোবর রাত ১০টার দিকে এসআই খায়রুল ইসলামের নেতৃত্বে হাজরাবাড়ি বাজারের পূর্বপাশে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গেপ্তারকৃতরা হলো- পুর্বআদ্রা নামাবন্দ গ্রামের আবু মহুরী (৫০), গুজামানিকা গ্রামের আলতাফুর রহমান মেম্বার (৫২), থুরী গ্রামের আনোয়ার হোসেন (৩৫), পশ্চিম আদ্রা গ্রামের ফরিদুল ইসলাম (৩২), কোনামালঞ্চ গ্রামের বাবর আলী (৩৫), হাজরাবাড়ি বাজারের ঘড়ি দোকান্দার ছামিউল হক (৪৩), ডেকোরেটর মালিক আ: রাজ্জাক (৪০), মোস্তাফিজুর রহমান সুজন (৩৬), হারুনুর রশিদ (৩৪) এবং খায়রুল (২৫)।
গেপ্তারকৃতদের জামালপুর কোর্টে সোপর্দ করা হয়েছে। ফুলকোচা ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম বাবু জানান মোস্তাফিজুর রহমান সুজনের মাছের খাদ্য বিক্রির সাইনবোর্ড সম্বলিত একটি ঘরে জোয়ার আসর পরিচালনা করতো। মেলান্দহ থানাসূত্রে জানাগেছে, একই রাতে ঝাউগড়া ইউনিয়নের শেখ সাদি গ্রামের কৃষক চাঁন মিয়ার গোয়ালঘর থেকে গরু চুরি কালে হাতে নাতে ধরাপড়ে। খবর পেয়ে চোরকে জামালপুর কোর্টে চালান দিয়েছে।
এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা