শ্রীমঙ্গল, ০৭ অক্টোবর, এবিনিউজ : গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ কাইয়ুম নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শ্রীমঙ্গল থানা সুত্র জানায়, আজ দুপুর আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুলের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার উত্তর উত্তরসুর রাস্তা থেকে ৫৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা কাইয়ুমকে গ্রেফতার করে। কাইয়ুম উপজেলার উত্তর উত্তরসুর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। শ্রীমঙ্গল থানা সুত্র জানায়, তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানার ৬ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা