![মানিকগঞ্জে চালু হয়নি এসি লিংক ও শুভযাত্রা পরিবহন সার্ভিস](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/07/abnews-24.com.bbbbbbbbbbb_103759.jpg)
মানিকগঞ্জ, ০৭ অক্টোবর, এবিনিউজ : অভ্যন্তরীণ দ্বন্দ্বে বন্ধ থাকা মানিকগঞ্জ ঢাকা রুটে এসি লিংক ও শুভযাত্রা পরিবহন চলাচল শনিবারও চালু হয় নি। দুই পরিবহন মালিকেদের দ্বন্দে টানা তিন দিন শুভযাত্রা এবং এসি লিংক পরিবহন বন্ধ থাকায় মানিকগঞ্জ থেকে ঢাকাগামী হাজার হাজার যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। পাশাপাশি এ দুই পরিবহন শ্রমিকরাও বৃহস্পতিবার থেকে বেকার হয়ে পরেছে।প্রশ্ন উঠেছে সম্প্রতি চালু হওয়া এসি লিংক সার্ভিসের বাসগুলো রুট পারমিট না থাকায় বিআরটিএ বন্ধ করে দিলেও দীর্ঘ দিন ধরে চলে আসা মানিকগঞ্জ গুলিস্থান রোডে কি কারণে শুভযাত্রা পরিবহনের মালিকরা তাদের পরিবহন নিজেরাই বন্ধ রেখেছে। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা।
জানা গেছে, মানিকগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত ৫ই সেপ্টেম্বর মানিকগঞ্জ থেকে আনুষ্ঠানিক ভাবে চালু হয়েছে শীতাতাপ নিয়ন্ত্রিত বিলাসবহুল এসি লিংক নামের বাস সার্ভিস। প্রথমে ৬ টি বাস দিয়ে শুরু হলেও পরে যোগ হয় আরো ৪টি বাস। এই সার্ভিসটি জেলার মানুষের কাছে ব্যাপক সাড়ায় পড়ে গেলে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানিকগঞ্জ বিজয় মেলা মাঠের পাশে এসি লিংক বাস কাউন্টারে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। বাস কম থাকায় বাসের জন্য যাত্রীর অপেক্ষায় থাকতো হতো। তার পরেও টানা একমাস যাত্রীরা যখন আরামদায়ক ও শীতাতাপ নিয়ন্ত্রিত পরিবেশে এসি লিংক বাস যোগে ঢাকা যাচ্ছিল তখন শুভযাত্রা ঢাকা অঞ্চলের মালিকরা অভিযোগ করে তা বন্ধ করে দেয়।
মানিকগঞ্জ এসি লিংক পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মোনায়েম খান জানায়, কিছু কুচক্রী মহল চায় না মানিকগঞ্জ থেকে শীতাতাপ নিয়ন্ত্রিত এসি লিংক বাস ঢাকায় যাক। অথচ এই এসি বাস সার্ভিস ছিল মানিকগঞ্জ বাসীর প্রাণের দাবি। যখন এই সার্ভিস মানিকগঞ্জের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে তখন ঈর্শ্বান্বিত হয়ে শুভযাত্রা মালিক সমিতির এমডি ফয়সাল কবির আমাদের বাসের বিরুদ্ধে বিআরটিএ লিখিত অভিযোগ করে। আমাদের এসি লিংক পরিবহন গুলো ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ ও ঢাকার অংশের রাস্তায় চলাচলের জন্য বিআরটিএর অনুমোদন আছে। ঢাকা মহানগরে চলাচলের জন্য অনুমোদনে কর্তৃপক্ষের কাছে আবেদন ও টাকা জমা দেয়া আছে। কিন্তু সম্প্রতি শুভ যাত্রা পরিবহনের এমডি ফয়সাল কবীর ডিএমপির পুলিশ ও ট্রাফিক পুলিশ বিভাগে লিখিত অভিযোগ করেন, অনুমোদন ছাড়াই এসি লিংক বাস চলাচল করছে।
এদিকে শুভযাত্রা পরিবহনের অনেক মালিক এসি লিংক বাসের শেয়ার রয়েছে। যার ফলে এসি লিংক বন্ধ হোক সেটা তারা চাচ্ছে না। এ কারণে মানিকগঞ্জ অংশের শুভযাত্রা মালিকদের মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী থাকায় তাদের নির্দেশে এসি লিংক বন্ধের পাশাপাশি শুভযাত্রা পরিবহনও বন্ধ রেখেছে। এতে মানিকগঞ্জ ও ঢাকা অঞ্চলের শুভযাত্রা মালিকদের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। মানিকগঞ্জের শুভ মানিকগঞ্জ শুভযাত্রা মালিক মালিক সমিতির সভাপতি আঃ মতিন মোল্লা সাংবাদিকদের জানায়, শুভযাত্রা মালিক সমিতির এমডি ফয়সাল কবির আমাদের সাথে আলাপ আলোচনা ছাড়াই এসি লিংকের বিরুদ্ধে অভিযোগ করেছে। এই পরিবহনের বাস মালিকদের দুটি অংশ আছে। একটি অংশ মানিকগঞ্জের অপরটি ঢাকার জেলার। তবে শুভযাত্রার অধিকাংশ মালিকের বাড়ি মানিকগঞ্জে। শুভযাত্রা পরিবহনের মানিকগঞ্জ অংশের মালিকরাই এসি লিংক বন্ধের প্রতিবাদে শুভযাত্রা বন্ধ রেখেছে।
শুভযাত্রা পরিবহনের এমডি ফয়সাল কবীর জানায়, এসি লিংক চলাচলের কোন অনুমোদন নেই। মানিকগঞ্জের শুভযাত্রার মালিকদের মধ্যে কেউ কেউ এসি লিংক বাসের অংশীদার। যার কারনে এসি লিংকের মালিকদের সাথে তারা এক হয়ে ক্ষমতার দাপট দিয়েছে শুভযাত্রা পরিবহন মানিকগঞ্জ থেকে বন্ধ রাখা হয়েছে।
মানিকগঞ্জের দুটি পরিবহন হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকেই বিপাকে পড়েছে হাজার হাজার যাত্রীরা। পাশাপাশি এ দুই পরিবহন শ্রমিকরাও বৃহস্পতিবার থেকে বেকার হয়ে পড়াতে তাদের মাঝে হতাশা বিরাজ করছে। তবে শুভযাত্রা ও এসিলিংক বাস সার্ভিস মানিকগঞ্জে দ্রুত চালু হবে বলে এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ যাত্রী, যানবাহন শ্রমিকসহ মালিকরা।
এবিএন/সোহেল রানা খান/জসিম/তোহা