![খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের প্রাণহানি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/07/electicity-dead_103789.jpg)
ঢাকা, ০৭ অক্টোবর, এবিনিউজ : জেলার দীঘিনালা ও মহালছড়ি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে দীঘিনালা উপজেলার বেতছড়ি বিভূতিরঞ্জন কার্বারি পাড়ায় ৩৩ কেবির বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। এসময় আরো তিনজন গুরুতর আহত হয়েছে। হতাহতরা একই পরিবারের সদস্য।
জেলার দীঘিনালা ও মহালছড়ি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে দীঘিনালা উপজেলার বেতছড়ি বিভূতিরঞ্জন কার্বারি পাড়ায় ৩৩ কেবির বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। এসময় আরো তিনজন গুরুতর আহত হয়েছে। হতাহতরা একই পরিবারের সদস্য।
মৃতরা হলেন- কালামিলে চাকমা (৫৫) ও তার ছেলে সত্য জীবন চাকমা (২৬)।
আহতরা হলেন- মৃত স্ত্রীর স্বামী জ্যোতি রঞ্জন চাকমা (৬০), তার মেয়ে এন্টি চাকমা (১৮) ও ছোট মেয়ে মিল্কি চাকমা (১৬)। এদিকে মহালছড়ি উপজেলায় জসিম উদ্দীন (৩৫) নামে এক ব্যক্তি নিজ বাড়িতে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ হারিয়েছেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামশু উদ্দিন ভূইয়া জানান, শুক্রবার রাত ১২ টার দিকে ব্যাপক বৃষ্টি ও বজ্রপাতের সময় হঠাৎ বিকট শব্দে ৩৩ কেবির একটি বিদ্যুতের তার কালামিলে চাকমার বাড়িতে ছিড়ে পড়ে। এ সময় তারা তার দেখতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সর চিকিৎসক ডা. পার্বন চাকমা জানান, হাসপাতালে আনার পথে মা ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিএন/জনি/জসিম/জেডি