শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ব্যতিক্রমধর্মী উদ্যোগের মাধ্যমে কৃষকলীগের বৃক্ষরোপন অভিযান সম্পন্ন

ব্যতিক্রমধর্মী উদ্যোগের মাধ্যমে কৃষকলীগের বৃক্ষরোপন অভিযান সম্পন্ন

ব্যতিক্রমধর্মী উদ্যোগের মাধ্যমে কৃষকলীগের বৃক্ষরোপন অভিযান সম্পন্ন

রামপাল (বাগেরহাট), ০৭ সেপ্টেম্বর, এবিনিউজ : আজ শনিবার সকাল ১১টায় এক ব্যতিক্রমধর্মী কার্যক্রমের মাধ্যমে রামপাল উপজেলা কৃষকলীগ বৃক্ষরোপন কর্মসূচী পালন করে। উপজেলা কৃষকলীগ উপজেলার ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডে এক যোগে একই সময় সকাল ১১টায় কৃষকলীগের স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বৃক্ষ রোপনের ব্যবস্থা করে।

পূর্ব থেকেই প্রত্যেক ওয়ার্ডে একটি নিম গাছের চারা, একটি তাল বীজ, একটি জাম গাছের চারা ও একটি আমলকির চারা সরবরাহ করা হয়। সেখানে দুজন কৃষান ও দুজন কৃষাণীকে চারা রোপনের দায়িত্ব দেয়া হয়। এ সময় কৃষকলীগের প্রত্যেক ইউনিয়নের নেতৃবৃন্দকে নিজ নিজ এলাকায় অবস্থান করে কার্যক্রমকে সহযোগীতা কারার জন্য পূর্ব থেকেই প্রস্তুত করে রাখা হয়। আর রামপাল-মোংলার সাংসদ আলহাজ্ব তালুকদার আঃ খালেক এম.পি.প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উজলকুড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বৃক্ষ রোপনের এ কার্যক্রমের উদ্বোধন করেন।

তার বৃক্ষরোপনের সাথে সাথেই ইউনিয়নের সকল ওয়ার্ডে একযোগে বৃক্ষরোপন করা হয়। রামপাল উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ ইকলাছুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল সিংহ রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্যা আঃ রউফ, উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক ভাইচ চেয়ারম্যান মোঃ হামীম নূরী, মহিলা ভাইচ চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উজলকুড় ইউনিয়ন চেয়ারম্যান গাজী আকতারুজ্জামান, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন গাজী, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির মোঃ আব্দুল্লাহ, কৃষিবিদ সৈয়দ আঃ মতিন, উজলকুড় ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভূট্রো প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে জননেত্রী শেখ হাসিনার উদ্যোগের ফলে বৃক্ষ রোপনের ক্ষেত্রে এক বিপ্লব সৃষ্টি হয়েছে। তার অনুপ্রেরনায় সারাদেশের মানুষ এ বছর ব্যাপকভাবে বৃক্ষ রোপন শুরু করেছে।

তিনি আরও বলেন, যে প্রেসিডেন্ট জিয়ার শাসনামলে যুবকদের কর্মসংস্থানের নামে প্রবহমান খাল বেধেঁ তাদের মৎস্য ঘের করে দেয়ার সুযোগ তেরী করে দেয়া হয়। ফলে রামপাল এলাকার বাস্তবতার সাথে এ ধরনের কর্মসূচী বিরুদ্ধ হওয়ার তখন থেকে খাল গুলোতে পলি জমে ভরাট হতে থাকে। এক পর্যায়ে মোলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক এ নৌরুটটি ও বন্ধ হয়ে যায়। রামপাল এলাকার বিভিন্ন এলাকায় স্থায়ী জলাবদ্ধতা তেরী হয়ে মানুষের জীবনে অসহনীয় কষ্ট নেমে আসে।

ব্যতিক্রমধর্মী উদ্যোগের মাধ্যমে কৃষকলীগের বৃক্ষরোপন অভিযান সম্পন্ন

তিনি আরও জানান, যে তার সরকার ক্ষমতায় এসে প্রায় সাতশত (৭০০) কোটি টাকা বরাদ্দ করে মৃতপ্রায় মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক এ নৌরুটটি খনন করে এবং এখান থেকে এখন প্রতিদিন অসংখ্য নৌযান চলাচল করছে।

তিনি আরও জানান, যে তার সরকার শুধু মাত্র এ নৌচ্যানেটি-ই চালু করে নাই, চ্যানেল সংলগ্ন প্রত্যেকটি খাল এবং বিএনপি-জামায়াতের সময় অবৈধ ভাবে সারকারী খালে যে বাধঁ দেয়া হয়েছিল, সে সমস্ত খালের প্রায় দু’হাজার বাধঁ প্রসাশনের সহযোগীতায় অপসারন করা হয়েছে।

তিনি আরও বলেন, যে আওয়ামী লীগের কোন কর্মী সরকারী খালের উপর বাধঁ দিয়ে জনগনের দূর্ভোগের চেষ্টা করে না এবং তিনি বেচে থাকতে কাউকে এ ধরনের অনৈতিক সুযোগ দিবেন না বলে জনগনকে আশ্বস্থ করেন। উল্লেখ্য বৃক্ষ রোপনের এ কার্যক্রমের সার্বিক সমন্বয় ও দিক নির্দেশনা দেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল সিংহ রায়। বেলা ১২টায় এ অনুষ্ঠান শেষ হয়।

এবিএন/সাইফুল আলম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত