বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ফেনীর লেমুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

ফেনীর লেমুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

ফেনী, ০৭ সেপ্টেম্বর, এবিনিউজ : ফেনীতে সড়ক দুর্ঘটনায় আওয়ামীলীগ নেতাসহ ২ জন নিহত ও ২জন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়াতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আজ শনিবার দুপুর ১২ টার দিকে বাড়ী থেকে চট্রগ্রাম যাওয়ায় পথে পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসতিয়াক মুজিব সাঈদের ব্যক্তিগত পাজারো গাড়ীটি ফেনীর লেমুয়া পৌঁছলে এক পথচারী মহিলা ও শিশুকে বাঁচাতে গিয়ে গাড়ীটি রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে ধুমড়ে মুছড়ে যায়।

এসময় আওয়ামী লীগ নেতা ইসতিয়াক মুজিব সাঈদ(৪৮) ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া গুরুতর আহত অবস্থায ফেনী সদর হাসপাতালে নেয়ার পর অজ্ঞাত পথচারী এক শিশু (৫) ও মারা যান। এছাড়া গুরুতর আহত গাড়ীর ড্রাইবার ও নিহত শিশুটির মায়ের অবস্থা ও আশংকাজনক। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত ইসতিয়াক মুজিব সাঈদ মির্জানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবু চেয়ারম্যানের বড় ছেলে। তিনি পরশুরাম মডেল স্কুল ও অনন্তপুর জোসনা স্কুলের পরিচালনা কমিটির সভাপতি সহ অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন। তাঁর ১ ছেলে ও এক মেয়ে রয়েছে।

ফেনী মহিপাল হাইওয়ে পুলিশের ওসি আবদুল আওয়াল সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত